সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের দুর্দশা ব্যাপক কর্মসূচি ॥ দাবি অনাদায়ে আসছে কঠোর আন্দোলন

Thursday, July 10, 2014

আমাদের সিলেট ডটকম :

সিলেট-কোম্পানীগঞ্জ রাস্তা সংস্কারের জোর দাবি জানিয়েছেন কোম্পানীগঞ্জবাসী। অন্যথায় বৃহত্তর আন্দোল কর্মসূচিতে যাবেন এ জনপদ। এ লক্ষ্যে প্রাথমিকভাবে এলাকাবাসী মতবিনিময়, মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহ, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন। এরপরেও দাবি আদায় না হলে হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বুধবার সিলেট সদর কোম্পানীগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে সিলেট মহানগরে অবস্থানরত সদর কোম্পানীগঞ্জবাসীকে নিয়ে আলোচনাসভা ও ইফতার মাহফিলে এসব কর্মসূচি নির্ধারণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- ১০ থেকে ১৭ জুলাই পর্যন্ত সিলেট সদর কোম্পানীগঞ্জের সুধীজনের সাথে মতবিনিময়, ১৯ জুলাই বিকেল ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন, ২৫ জুলাই ও ২৬ জুলাই উপজেলার ৬টি ইউনিয়নের ৮২ হাজার মানুষের গণস্বাক্ষর সংগ্রহ অভিযান, ২৭ জুলাই গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রদান, বিকাল ২টায় সিলেট জেলা প্রশাসকের কাছে আড়াইটায় বিভাগীয় কমিশনারের কাছে প্রদান করা হবে। এছাড়াও ৭ আগস্ট বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে হরতাল, অবরোধসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেটের সকালের সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কটির বেহাল দশা দেখে যোগাযোগমন্ত্রী বলেছিলেন এটি ক্যান্সারে আক্রান্ত। এই ক্যান্সার সরাতে তিনি ছয় কোটি টাকার বাজেটও ঘোষণা করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়নের উদ্যোগ না নেওয়ায় লাখো মানুষের দুর্ভোগের কোনো সুরাহা হয়নি। তিনি দাবি জানান, সরকার অবিলম্বের এই সড়কের উন্নয়ন ও সংস্কার করে লাখো মানুষকে ভোগান্তির হাত থেকে মুক্তি দেবেন।

ফোরামের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদের সভাপতিত্বে কেন্দ্রীয় সদস্য সচিব মুহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল হোসাইন, সিলেট হবি লাক প্রপ্রার্টি লিঃ এর ভাইস চেয়ারম্যান সাদেক আহমদ সাজন, নবগঠিত কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক আবুল হোসেন, কোম্পানীগঞ্জ ফোরামের সভাপতি শামীম আল আযাদ, সদর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওঃ লোকমান আহমদ, সিলেট ইসলামী ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জননী মিডিয়ার চেয়ারম্যান মোশারফ হোসেন সুজাত।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License