নিজস্ব প্রতিবেদক : জলারবন রাতারগুল রক্ষায় রবিবার ৬ জুলাই রাতে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এর আয়োজন করে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গ্রিন এক্সপোর সোসাইটি, প্রাধিকার ও ভূমিসন্তান বাংলাদেশ। মহানগরীর বারুতখানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বাংলাদেশের একমাত্র জলারবন রাতারগুল নিয়ে বনবিভাগের বিভিন্ন অপরিকল্পিত কর্মকাণ্ডের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে এ বনসম্পদ রক্ষায় পরিবেশবাদী সংগঠনদের করণীয় নিয়ে আলোচনা করে সমন্বিত কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সংবাদকর্মী উজ্জ্বল মেহেদী, গ্রিন এক্সপোর সোসাইটির সহ সভাপতি আশিকুর রহমান শোভন, সাধারণ সম্পাদক মো. রিদওয়ান চৌধুরী, প্রাধিকারের কোষাধ্যক্ষ আকাশ খাসনবিস, পাবলিক রিলেশন সম্পাদক শাহেদ আহমদ তাপাদার, সদস্য মো. ফারহান রফিক, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির, সংগঠক আনিস মাহমুদ, শুয়াইবুর রহমান, দ্বোহা চৌধুরী, মাহবুব আলম ও সোহাগ আহমদ।
No comments:
Post a Comment