আমাদের সিলেট ডটকম :
সিলেট নগরীতে থেকে এক কিশোরীকে (১৪) অপহরনের কবল থেকে উদ্ধার করেছে জনতা। এ সময় দুই অপহরণকারীকেও আটক করে পুলিশে হাতে তুলে দিয়েছে তারা।
আটককৃতরা হচ্ছেন- জালালাবাদ থানার হায়দরপুর গ্রামের মাসুম আহমদ (৩০) ও বিশ্বনাথ থানার মাহতাবপুর গ্রামের মাহফুজ আহমদ (২২)। পরে তাদেরকে জালালাবাদ থানায় নেয়া হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর গোয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নগরীর আখালিয়া যাওয়ার উদ্দেশ্যে রবিবার সন্ধ্যায় পাঠানটুলা এলাকা থেকে সিএনজিতে উঠে ওই কিশোরী। পথিমধ্যে সিএনজিটি আখালিয়ায় না গিয়ে রাগিব রাবিয়া মেডিকেল রোডে ঢুকে পড়ে। সিএনজিটি গোয়াবাড়ি নামক স্থানে যাওয়ার পর কিশোরী অপরহনকারীদের মতলব টের পেয়ে আর্তচিৎকার করে। তার আর্তচিৎকারে স্থানীয় জনতা সিএনজি’র গতিরোধ করে অপহরনকারীদের আটক করে।
খবর পেয়ে জালালাবাদ থানার এসআই নজর্বল ইসলাম ঘটনাস্থলে যান এবং দুই অপহরনকারীকে থানায় নিয়ে আসেন। পরে ওই কিশোরীকে তার মায়ের কাছে সমঝে দেয়া হয়। অপহরনকারী দু’জনের বির্বদ্ধে জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এসআই নজর্বল।
অপহরণের প্রাক্কালে সিলেট নগরীতে কিশোরী উদ্ধার ॥ আটক ২
Monday, July 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment