আমাদের সিলেট ডটকম: নেইমারকে আঘাতের কারণে হুয়ান জুনিগার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ফিফা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তার বেপরোয়া আঘাতের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন স্বাগতিক সুপার স্টার নেইমার।
ফিফার মহিলা মুখপাত্র ডেলিয়া ফিশার এক ব্রিফিংয়ে বলেন, ফিফার ইনজুরি সংক্রান্ত সব তথ্য উপাত্য বিশ্লেষণ করে দেখছেন ফিফার ডিসিপ্লিনারি কমিটি। ওই ঘটনার ভিডিও ফুটেজ ও ম্যাচ রিপোর্ট পর্যবেক্ষণ করেই তারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
শুক্রবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে জুনিগা নেইমারের পিঠে হাঁটু দিয়ে আঘাত করলে এই ইনজুরির ঘটনা ঘটে। ম্যাচের ৮৮তম মিনিটে ওই ঘটনার ফলে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলীয় সুপার স্টারকে। ম্যাচে অবশ্য স্বাগতিকরা ২-১ গোলে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করে।
তবে ইনজুরির ফলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন নেইমার। ফলে আগামী মঙ্গলবার বেলো হরিজোন্টে মাঠে জার্মানীর বিপক্ষে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের সেমি-ফাইনালে অংশ নিতে পারবেননা বার্সেলোনা তারকা।
নাপোলির ডিফেন্ডার জুনিগা অবশ্য বলেছেন যে তিনি ইচ্ছাকৃতভাবে নেইমারকে আঘাত করেননি। তিনি সাংবাদিকদের বলেন, ‘ময়দানী লড়াইয়ে আমি আমার জার্সি ও দেশকে রক্ষার প্রচেস্টায় লিপ্ত ছিলাম। আমি তাকে আতংকে রাখার চেস্টা করছিলাম।আমি শুধু দেশ রক্ষার মহান কাজে আত্মনিয়োগ করেছিলাম মাত্র। যাতে মাথা উচু করে দেশে ফিরতে পারি।’
এদিকে টিম ডাক্তার বলেছে যে ওই আঘাত সারার জন্য নেইমারের দেহে অস্ত্রোপাচার করতে হবেনা। তবে তাকে কয়েক সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে।
নেইমারের ইনজুরি বিষয়ে ব্যবস্থা নিতে পারে ফিফা
Sunday, July 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment