মাঈনুল ইসলাম নাসিম, মেক্সিকো : 'ঘোড়ায় চড়িয়া ..... হাঁটিয়া চলিলো।' জীবনের পথে অবিরাম হেঁটে চলা এক সংগ্রামী যুবক মেহেদি হাসান। বঙ্গোপসাগরের কোলে পটুয়াখালীতে তার জন্ম। এক সময় প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় তার পদভারে মুখরিত হলেও জীবনের কঠিন বাস্তবতায় পড়াশোনা শেষ না করেই গুডবাই জানাতে হয় বাংলাদেশকে। সাধনা ও অধ্যবসায়ের গুণে এখন পটুয়াখালী থেকে ১৬ হাজার ৭শ কিলোমিটার দূরে বুয়েনস আয়ার্সের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আর্জেন্টাইন নাগরিক এই মেহেদি হাসান। ডুয়েল সিটিজেনশিপের সুবাদে আর্জেন্টাইন বাংলাদেশী তিনি।
পটুয়াখালীর পুরাতন বাজারের সুলতান আলম গাজী ও আলেয়া বেগমের সন্তান মেহেদি হাসান। নব্বইর দশকে ঢাকা কলেজে ভর্তি হলেও অর্থের অভাবে শুরুতেই হোঁচট খেতে হয় তাকে। ইচ্ছে ছিল 'টোয়েফল' দিয়ে উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সাধ আছে সাধ্য নেই এমন অবস্থা, কে দেবে অর্থের যোগান। ২ ছেলে ও ২ মেয়ের সংসারের হাল ধরা বাবা সুলতান আলম গাজীর ঔষধের ব্যবসায় বড় ধরনের লোকসান হয়ে গেলে ওই সময় থেকেই নিজের পায়ে দাঁড়াতে হয় মেহেদি হাসানকে। জীবন নামের রেলগাড়িতে জ্বালানি ভরতে শুরু করেন টিউশনি।
No comments:
Post a Comment