ব্রাজিলের জন্য নেইমারের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ থিয়াগো সিলভা : মরিনহো

Monday, July 7, 2014

আমাদের সিলেট ডটকম: চেলসি বস হোসে মরিনহো মনে করেন, জার্মানীর বিপক্ষে সেমিফাইনালে অধিনায়ক হারানোটা স্বাগতিক ব্রাজিলের জন্য খুবই গুরুতর বিষয়। তার মতে মঙ্গলবারের সেমি ফাইনালে অধিনায়ক থিয়াগো সিলভার পরিবর্তিত হিসেবে ডিফেন্ডার দন্তের অন্তর্ভুক্তিই হবে সঠিক সিদ্ধান্ত।

সেমিফাইনালে নেইমারের অনুপস্থিতির চেয়েও ব্রাজিল দলের জন্য বেশী কঠিন সমস্যার সৃষ্টি করেছে থিয়াগো সিলভার অনুপস্থিতি।

কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে স্বাগতিক দলের হয়ে প্রথম গোলটি করেছিলেন সেলেকাও অধিনায়ক সিলভা। তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের গোল রক্ষক ডেভিড ওসপিনার শটে বাঁধা দিতে গিয়ে হলুদ কার্ড দেখেন তিনি। যে কারণে আগামীকাল মঙ্গলবার জার্মানীর বিপক্ষে সেমিফাইনালে অংশ নিতে পারবেন না সিলভা।

ইনজুরির কারণে এদিন দলের বাইরে থাকতে হচ্ছে ব্রাজিলের আইকন তারকা নেইমারকেও। তারপরও মরিনহো মনে করেন সেমিফাইনালে নেইমারের চেয়েও প্যারিস সেন্ট জার্মেইনের ডিফেন্ডারকে হারানোটাই ব্রাজিলের জন্য বেশী ক্ষতি হয়েছে। মার্সার রিপোর্টে মরিনোহোর এই উদ্বৃতি দেয়া হয়। সেখানে তিনি বলেন, ‘ব্রাজিলের নেইমারকে দরকার, কারণ ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে তিনি জয় পাইয়ে দিতে পারেন। তিনি প্রতিপক্ষ শিবিরকে তছনছ করে দিতে পারেন, গোল করতে পারেন এবং সাজানো ময়দানে দারুন পারফর্মেন্স প্রদর্শন করতে পারেন।

তবে আমার মতে এ রকম পরিস্থিতিতে ব্রাজিল দলের জন্য সম্ভবত নেইমারের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ হচ্ছেন থিয়াগো সিলভা। যেহেতু ব্রাজিলের বর্তমান কাঠামোটি রক্ষণাত্মক। তাই তার অনুপস্থিতি দলটির জন্য হবে খুবই ক্ষতিকর। কারণ তিনিই দলকে দারুনভাবে গুছিয়ে রাখেন।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটিতে ইনজুরিতে পড়া নেইমারের পরিবর্তিত হিসেবে মাঠে নামানো হয়েছিল নেপোলির ডিফেন্ডার হেনরিককে। যাতে তাদের রক্ষনব্যুহ আরো সুদৃঢ় হয়। তবে মরিনহোর মতে ওই জায়গায় এরচেয়ে বেশী উপযুক্ত খেলোয়াড়টি হচ্ছেন দন্তে। যিনি থিয়াগো সিলভার অনুপস্থিতিতে ডেভিড লুইজের সঙ্গে ভালভাবে খাপ খাওয়াতে পারবেন। কারণ বুন্দেস লীগা তারকা হিসেবে জার্মানীর সম্পর্কে তার জ্ঞান অনেক বেশী।

পর্তুগীজ এ কোচ বলেন, ‘জানি খেলার জন্য বিকল্প হিসেবে তাদের হাতে হেনরিক ও দন্তে রয়েছে। কলম্বিয়ার বিপক্ষে হেনরিককে পছন্দ করা হয়েছিল। তবে দন্তে জার্মানীতে খেলেন। তাই যাদের মোকাবেলা করবেন তাদের সম্পর্কে তার জ্ঞান অনেক বেশী। এ কারণেই দন্তেকে আমি প্রথম পছন্দের তালিকায় রেখেছি।’





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License