আমাদের সিলেট ডটকম:
সিলেটে ২০১৩-১৪ অর্থবছরে মূসক (মূল্য সংযোজন কর) লক্ষ্যমাত্রার চেয়ে তিন কোটি টাকা বেশি আদায় হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৫৪০ কোটি টাকা। আদায় হয়েছে ৫৪৩ কোটি টাকা। এ বছর প্রবৃদ্ধির হার ২৩ শতাংশ বেশি। এসব তথ্য গতকাল বৃহস্পতিবার জাতীয় মূসক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় জানা যায়। এছাড়া সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদেরও পুরস্কৃত করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মূসক সপ্তাহর (১০-১৬ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনার ড. একেএম নুরুজ্জামান। সভায় সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ও সদস্য, ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিরা অংশ নেন। মূসক সপ্তাহ উপলক্ষে সকালে র্যালি ও আলোচনার সভার আয়োজন করা হয়। জিন্দাবাজারে কাস্টসম বিভাগীয় কার্যালয়ে বেলুন ও পায়রা উড়িয়ে মসূক সপ্তাহর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি। এরপর একটি র্যালির মাধ্যমে তারা জেলা পরিষদ মিলনায়তনের আলোচনায় যোগ দেন।
সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১১টি প্রতিষ্ঠানকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। সেগুলো হলো, খাদিম সিরামিক লিঃ’র পক্ষে জিএম সিরাজুল ইসলাম নিজামী, পারফেটি ভ্যান মেলে পক্ষে সিএসএ আবুল কালাম আজাদ, গ্রীনলাইন পরিবহনের এমডি আলহাজ্ব মো. আলাউদ্দিন, মেসার্স আরএকে পেইন্টস্ (প্রাঃ) লিঃ’র পক্ষে ম্যানেজার (ফাইন্যান্স) প্রদীপ আগরওয়ালা, মেসার্স আদি গোপাল মিষ্টান্ন ভান্ডা’র পক্ষে স্বত্ত্বাধিকারী বিকাশ দাস রূপন, মেসার্স ডিএম টেডার্স এর পক্ষে স্বত্ত্বাধিকারী অহিদ তওসিফ তাফসির, মেসার্স শাহ কবির লাইম’র পক্ষে স্বত্ত¡াধিকারী স্বপন চন্দ্র পাল, লতিফা কমিউনিটি সেন্টার’র পক্ষে স্বত্ত্বাধিকারী বজলুল হাসান চৌধুরী, মেসার্স আবুল লেইছ এন্ড সন্স’র পক্ষে পুরষ্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী গোলাম সারোয়ার।
জাতীয় মুসক সপ্তাহের উদ্বোধন: সিলেটে চলতি বছর রাজস্ব আদায় হয়েছে ৫৪৩ কোটি টাকা
Thursday, July 10, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment