নিউইয়র্ক থেকে এনা: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি নাজমুল ইসলামের লাশ পাওয়া গেল নিউইয়র্কের ওজনপার্ক এলাকায় অবসি’ত তার বাসার দুই বৱক দূরে। তবে তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। কীভাবে মারা গিয়েছে তা এখনো জানা যায়নি। জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ও আওয়ামী লীগ নেতা বদরুল হোসেন খান এনাকে জানান, নাজমুল ইসলামের লাশ তার বাসা থেকে দুই ব্লক দূরে পাওয়া গিয়েছে। তার মুখে এবং কপালে আঘাতের চিহ্ন রয়েছে। সেই সাথে রয়েছে কালো দাগ। তিনি বলেন, পুলিশ রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ জানা যাবে না। অন্য একটি সূত্রে জানা গেছে, তিনি দুর্বৃত্ত কর্তৃক আক্রান্ত হয়েছেন এবং তারাই তাকে খুন করেছে। বদর্বল হোসেন খান জানান, গত ৮ জুলাই ( নিউইয়র্ক সময় অনুযায়ী) রাত ১০ টার সময় বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। আর ফিরে আসেননি। ভোর ৫টার সময় জ্যামাইকা হাসপাতাল থেকে নাজমুল ইসলামের বাসায় ফোন করা হলে লোকজন ছুটে যান হাসপাতালে। হাসপাতালে গিয়ে তার লাশ সনাক্ত করেন। জানা গেছে, নাজমুল ইসলামের লাস পাওয়া গিয়েছিলো রাস্তার মধ্যেই। কে বা কারা পুলিশে খবর দিয়েছে তাও কেউ জানে না। হাসপাতালের রিপোর্ট অনুযায়ী তার মৃত্যু ঘটে রাত তিনটায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর। মৃত্যুকালে তিনি মা এবং এক ছেলে অনিক এবং ১ মেয়ে রেবেকাসহ অসংখ্য আত্মীয়- স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ পুরো কম্যুনিটিতে শোকের ছায়া নেমে আসে। নাজমুল ইসলামের এই অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। যার মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা, লুৎফুল করিম, কমান্ডার নূরনবী, মিসবাহ আহমেদ, জাকারিয়া চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। বদর্বল হোসেন খান আরো জানান, নাজমুল ইসলামের নামাজে জানাজা নিউইয়র্কে অনুষ্ঠিত হবে এবং এখানেই তার লাশ দাফন করা হবে।
উলেৱখ, নাজমুল ইসলামের দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজারের চন্দ্রগ্রামে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা নাজমুলের লাশ পাওয়া গেলে বাসা থেকে ২ ব্লক দূরে
Wednesday, July 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment