আমাদের সিলেট ডটকম:
রাজধানীতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে প্লাস্টিকের ছাদ ভেঙে পাঁচতলা থেকে পড়ে সিলেট ক্যাডেট কলেজের এক শিক্ষার্থী মারা গেছেন। নিহত সাজ্জাদ হোসেন অনিমের (১৮) সিলেট ক্যাডেট কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।
জানা গেছে, রমজানের ছুটিতে অনিম ঢাকার মিরপুরের ৫৫৫, মধ্য মনিপুরে তার বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার ঢাকার ২৮/১ মীর হাজীরবাগের মিশন মাদানী অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে বন্ধু সিজানের বাসায় অনিম ইফতার করতে গেলে বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠে। ইফতারের আগে বিকেল সাড়ে ৪টার দিকে ১০ বন্ধু ওই পাঁচতলা অ্যাপার্টমেন্টের ছাদে আড্ডা দিতে যায়। তারা ছাদে প্লাস্টিকের টিনের ছাউনি দেয়া একটি শেডের ওপর উঠে হইচই করতে থাকে। এ সময় ছাউনিটি ভেঙে পড়লে অনিম ছাদ থেকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় অনিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, অনিমের মৃত্যুর সংবাদ পেয়ে তার মা ও আত্মীয়-স্বজনরা ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অনিমের লাশ দেখে এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন। একমাত্র সন্তানকে হারিয়ে অনিমের মা শিল্পী বেগম বুক চাপড়ে একপর্যায়ে জ্ঞান হারান।
সিলেট ক্যাডেট কলেজ শিক্ষার্থীর ঢাকায় মৃত্যু
Saturday, July 12, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment