আমাদের সিলেট ডটকম:
কোম্পানীগঞ্জ শিৰা অফিসে রোববার অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কতিপয় যুবক লাঞ্ছিত করেছে উপজেলা শিৰা কর্মকর্তা (ইউইও) আনোয়ার্বল ইসলামকে। অবশ্য স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যস্থতায় বিষয়টি সুরাহা হয়েছে। টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে কোম্পানীগঞ্জের ওসি দেলওয়ার হোসেন জানিয়েছেন।
সূত্র জানায়, কোম্পানীগঞ্জের শিৰা অফিসার আনোয়ার্বল ইসলামকে সম্প্রতি বালাগঞ্জে বদলি করা হয়। গতকাল ছিল কোম্পানীগঞ্জে তার শেষ কর্মদিবস। বেলা ১২টার দিকে কতিপয় লোক আকস্মিক শিৰা অফিস ঘেরাও করে। এ সময় আকদ্দুছ ও আব্দুল হক নামের দুই যুবক শিৰা অফিসে ঢুকে ইউইও আনোয়ার্বল হকের সাথে আনোয়ার্বল ইসলামের ‘অবাঞ্ছিত’ আচরণ করতে থাকে। তারা তাকে লাঞ্ছিত করে। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস’লে যায়। পরে তেলিখাল ইউনিয়ন চেয়ারম্যান কাজী আব্দুল ওদুদ আলফু মিয়া ও সাবেক চেয়ারম্যান নজির আহমদ ঘটনাস’লে বিষয়টি সুরাহা করে দেন বলে সূত্র জানায়।
পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া অভিযোগ করে বলেন, বাসা নির্মাণের কথা বলে ইউইও আড়াই বছর আগে তার কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নেন। কিন’, দীর্ঘদিনেও এ অর্থ পরিশোধ করেননি। এ ব্যাপারে তিনি প্রাথমিক শিৰা অধিদপ্তরের ডিজিসহ সংশিৱষ্টদের কাছে অভিযোগ দিয়েছেন। সম্প্রতি ডিডি (অর্থ) নবী হোসেন তালুকদার বিষয়টি তদন্ত করেন। তিনি বদলী হয়ে যাচ্ছেন-শুনে গতকাল কিছু লোক তার কার্যালয় ঘেরাও করে। পরে চেয়ারম্যান আলফুসহ অন্যদের হস্তৰেপে পরিসি’তি শান্ত হয়।
এ ব্যাপারে গতরাতে শিৰা অফিসার আনোয়ার্বল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সেলফোন বন্ধ পাওয়া যায়। তবে, তার সাথে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বাবুল চেয়ারম্যানে অর্থ প্রাপ্তির বিষয়টি তদন্তে প্রমাণিত হয়নি। কোম্পানীগঞ্জে প্রাথমিক শিৰকদের বিদ্যমান গ্র্বপিং রাজনীতির কারণে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ওই সূত্রের দাবি।
ওসি দেলওয়ার হোসেন জানান, খবর পেয়ে ১০/১৫ জন পুলিশ সদস্য ঘটনাস’লে গিয়ে পরিসি’তি নিয়ন্ত্রণে আনে। টাকা-লেনদেন নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে তার ধারণা। তবে,স্থানীয় লোকজন বিষয়টি সুরাহার উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।
সূত্র জানায়, কোম্পানীগঞ্জের নয়া শিৰা অফিসার হিসাবে জৈন্তার শিৰা অফিসার শরদিন্দু দাস যোগ দিচ্ছেন। আর কোম্পানীগঞ্জের আনোয়ার্বল ইসলামকে বদলি করা হয়েছে বালাগঞ্জের শিৰা অফিসার হিসাবে।
কোম্পানীগঞ্জ উপজেলা শিৰা অফিসার লাঞ্ছিত
Sunday, July 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment