গাজায় ইসরাইলী ববর্রতা বন্ধে বিশ্ব সমপ্রদায়কে কঠোর ব্যবস্থা নিতে হবে -নগর শিবির সভাপতি

Saturday, July 12, 2014

ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি মু.আব্দুর রাজ্জাক বলেছেন- পবিত্র রমযান মাসে নারী, শিশুসহ শতাধিক নিরপরাধ মানুষকে হত্যা আবারো প্রমান করেছে ইসরাইল শান্তি ও মানবাধিকারের শত্রু। জায়নবাদী এই রাষ্ট্র বিশ্বের শান্তি প্রক্রিয়ায় সবচেয়ে বড় বাধা। অবিলম্বে বিশ্ব সমপ্রদায়কে এই সন্ত্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। ফিলিস্তিনে আজ মানবতা বলতে অবশিষ্ঠ কিছু নেই। আমরা বিশ্বাস করি, সারাবিশ্বের শান্তিকামী মানুষ ঐক্যবদ্ধভাবে ইসারাইলের ববর্রতার জবাব দেবে।

তিনি শনিবার সিলেট মহানগর শিবিরের উদ্দ্যোগে গাজায় গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন। নগর সেক্রেটারী মাশুক আহমদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মাহমুদুর রহমান দিলওয়ার, নগর তথ্য ও সমাজসেবা সম্পাদক মুহিবুর রহমান, অর্থ সম্পাদক সুহেল আহমদ, ছাত্রকল্যাণ সম্পাদক ফয়জুল ইসলাম জায়গীরদার, এইচ আর ডি সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক সালেহ মু.ফয়সল, পাঠাগার সম্পাদক আসাদুজ্জামান শাহীন প্রমুখ।

এসময় তিনি বলেন, ইসরাইলের ববর্রতার বিরুদ্ধে মুসলিম বিশ্বসহ বিশ্বের সকল সচেতন মানুষের আন্দোলন আজ সময়ের দাবি। প্রত্যেককেই আজ নিজ নিজ জায়গা প্রতিবাদে সোচ্চার হতে হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License