আমাদের সিলেট ডটকম: মাধবপুরে পুরুষ ডাক্তার দিয়ে স্ত্রীর সিজার অপারেশন করায় স্ত্রী ও মা বাবার সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন কাউছার(৩০) নামে এক রাজমিস্ত্রী।
গত মঙ্গলবার রাতে মাধবপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। আত্মহননকারী কাউছার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামের এনাম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে-উপজেলার লোহাইদ গ্রামের রাজমিস্ত্রী কাউছার মিয়ার স্ত্রী সেলিনার প্রসব ব্যথা দেখা দিলে স্বজনরা তাকে মাধবপুরে একটি ক্লিনিকে ভর্তি করান। সেখানে পুরুষ ডাক্তারের মাধ্যমে সিজার অপারেশনের মাধ্যমে একটি সন্তানের জন্ম দেন সেলিনা। পুরুষ ডাক্তার দিয়ে স্ত্রীর অপারেশন করানোর বিষয়টি সহজভাবে নিতে পারেননি কাউছার। এ নিয়ে মা-বাবাসহ পরিবারের সদস্যদের সাথে তার ঝগড়া হয়। এই জের ধরে রোববার সকলের অগোচরে তিনি বিষ পান করেন। পরিবারের সদস্যদের চেষ্টায় তিনি সুস্থ হয়ে উঠলেও গত সোমবার আবারও বিষপান করেন। গুর্বতর অবস্থায় তাকে চিকিৎসার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু ঘটে। গতকাল বুধবার সকালে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শাহেদ আলী জানান, এ ব্যাপারে মাধবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুর্বষ ডাক্তারের হাতে স্ত্রীর অপারেশন : স্বামীর আত্মহত্যা
Wednesday, July 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment