আমাদের সিলেট ডটকম : গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ-আল-কুদরার উদ্ধৃতি দিয়ে এপি খবর প্রকাশ করেছে, ৪ দিন ধরে চলা এই ইসরায়েলি হামলায় প্রায় ১০০ জন নিহত হয়েছে। কুদরা আরও বলেছেন, বুরেজি এলাকায় একটি গাড়িকে উদ্দেশ্য করে ইজরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি নৃশংসতার শুরু থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১০০ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া আরেকটি সূত্র জানিয়েছে, এর আগে দুইটি পৃথক হামলায় আরও ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। দক্ষিণের শহর রাফাহতে এক হামাস নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার সময় আবদেল রাজ্জাক আল গান্নাম নামের সেই নেতা বাড়িতে না থাকলেও, এক নারী ও ৭ বছর বয়সী এক শিশু সহ ৫ জন হামলায় নিহত হয়। সে হামলায় ১৫ জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। এই হামলার ঘটনা তখনই ঘটলো, যখন এক ঘন্টা আগেই আরেক হামলায় ৩৩ বছর বয়সী আনাস আবু আল কাস নামের একজন নিহত হয়। এদিকে ইজরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছে, হামাস ৪২৬টি মর্টার ও রকেট ইসরায়েলে নিক্ষেপ করেছে। এছাড়াও ১২১টি রকেট যুক্তরাষ্ট্রের আংশিক সহায়তায় তৈরি ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কর্তৃক ধ্বংস করা গেছে। তবে এসব হামলায় কোন ইসরায়েলি নিহত হয়নি। তবে বৃহস্পতিবার এক ইজরায়েলি সৈনিক এক মর্টার হামলায় আহত হয়েছে। এছাড়া শুক্রবার ইসরায়েলের দক্ষিণের শহর আশদুদের এক পেট্রল স্টেশনে মর্টার হামলায় এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment