আমাদের সিলেট ডটকম:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে টিলা কেটে ভবন নির্মাণ করায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার ঠিকাদারী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স কনসোর্টিয়ামকে এই জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর।
তিনি জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য নির্মিত আবাসিক হল তৈরির জন্য পরিবেশ অধিদপ্তর অনুমোদন ছাড়া টিলা কর্তন করে প্রতিবেশ ও উঁচু ভূমির বৈশিষ্ট্য নষ্ট করার অপরাধে ঠিকাদারী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স কনসোর্টিয়াম লিমিটেডকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের শুনানিতে অংশগ্রহণ করে ঠিকাদারী প্রতিষ্ঠান অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থণা করেছেন। একই সঙ্গে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণেরও অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে টিলাকাটায় ১১ লাখ টাকা জরিমানা
Wednesday, July 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment