আমাদের সিলেট ডটকম : বিসিবির নির্দেশে লন্ডন থেকে গতকাল রোববার সকালে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। শাহজালাল বিমান বন্দরে পৌঁছেই সাংবাদিকদের সামনে আত্মপক্ষ সমর্থন করে সিপিএলে যাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি।
একইসঙ্গে জাতীয় দলের হয়ে না খেলার হুমকির কথা অস্বীকার করেছেন সাকিব। বলেছেন, দেশের হয়ে আরও অন-ত ১০ বছর খেলতে চান তিনি।
সাকিব বলেন, ‘আমি কোনো ভুল করিনি। সিপিএলে যাওয়ার আগে সুজন ভাইয়ের সঙ্গে কথা বলেছি, আকরাম ভাইয়ের সঙ্গে কথা বলেছি। এমনকি যাওয়ার আগের দিনও আমি প্র্যাকটিসে যাব না বলে তাদের জানাই। তারা আমাকে সম্মতি দিয়েছিলেন।’
তাঁকে নিয়ে ওঠা সামপ্রতিক বিতর্কের বিষয়ে তিনি নিজের দিক দিয়ে পরিস্কার বলেই মন-ব্য করেছেন তিনি। অনুযোগ করেছেন, ‘দুই পক্ষের কথা শুনেই যেকোনো বিষয়ে মন-ব্য করা উচিত।’ ব্যক্তিগতভাবে তিনি সকল বিতর্ক এড়িয়ে চলতে চান বলেই জানিয়েছেন তিনি, ‘আমি কখনোই বিতর্কে আসতে চাইনা। আমি চাই ক্রিকেট খেলতে। এটা আমার প্যাশন। ক্রিকেট না খেলাটা আমার জন্য খুবই কষ্টকর বিষয়। খেলাটিকে আমি খুবই পছন্দ করি।’
তাঁর দেশাত্মবোধেও কোনো ঘাটতি নেই বলেও দাবি সাকিবের। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনারা আমার টিমমেটদের জিজ্ঞেস করতে পারেন এ ব্যাপারে। এই তো ভারতের বিপক্ষে সিরিজের আগেই আইপিএল জিতে এসে ওদের বলেছিলাম দেশের হয়ে একটা ম্যাচ জেতাতে যে আনন্দ, সেই আনন্দ কি আর আইপিএল জয়ে আছে?’
সবশেষে সাকিব বলেন, ‘দেশে ফিরেছি। আশা করছি সব ভুল বোঝাবুঝির অবসান হবে।’
আমি কোনো ভুল করিনি: সাকিব
Sunday, July 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment