আমাদের সিলেট ডটকম : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ২৪ জুলাই পর্যন- টিকিট দেওয়া হবে। এবার পাঁচ দিন আগের টিকিট দেওয়া হবে।
গতকাল রোববার রেল মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে রেলমন্ত্রী মুজিবুল হক এ কথা জানিয়েছেন।
রেলমন্ত্রী বলেন, ২৯ জুলাই ঈদ ধরে ২৪ থেকে ২৮ জুলাই পর্যন- টিকিট দেওয়া হবে। ২৭ জুলাই ফিরতি টিকিট দেওয়া হবে।
এর মধ্যে ২০ জুলাই পাওয়া যাবে ২৪ জুলাইয়ের টিকিট, ২১ জুলাই ২৫ জুলাইয়ের, ২২ জুলাই ২৬ জুলাইয়ের, ২৩ জুলাই ২৭ জুলাইয়ের এবং ২৪ তারিখে ২৮ জুলাইয়ের টিকিট দেয়া হবে বলে জানান তিনি।
এছাড়া রেলের পশ্চিমাঞ্চল ২৭ জুলাই থেকে ফিরতি টিকিট পাওয়া যাবে বলে সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়।
মন্ত্রী জানান, প্রতিবারের মতো এবারো কালোবাজারি প্রতিরোধে একজন যাত্রীকে সর্বোচ্চ চারটি টিকিট দেয়া হবে।
বাসের টিকিট ১৪ জুলাই থেকে
ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বাসের টিকিট বিক্রি আগামী ১৪ জুলাই থেকে শুরু হবে। রোববার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের গাবতলী কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান- নেওয়া হয়।
এ তথ্য জানিয়েছেন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র মো. সালাউদ্দিন।
ঈদ উপলক্ষে ট্রেনের টিকিট ২০ জুলাই থেকে
Sunday, July 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment