আমাদের সিলেট ডটকম :
সুনামগঞ্জ জেলার ছাতকে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ আসামি পলায়নের ঘটনায় পুলিশের দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের চেচান এলাকায় পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায় এক আসামি। পরে এ ঘটনায় ছাতক থানার দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়।
পুলিশ জানায়, দুপুরে ছাতক থেকে কবির মিয়া (২৫) নামের এক আসামিকে গাড়িতে করে সুনামগঞ্জে নিয়ে আসা হচ্ছিল। পথে চেচান এলাকায় যানজটের কারণে গাড়ি থামে। হঠাৎ হাতকড়া পড়া অবস’াতেই আসামি কবির গাড়ি থেকে লাফিয়ে নেমে পালিয়ে যায়। পরে বিকেলে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জেলা পুলিশ সুপার ছাতক থানার কনস্টেবল সিরাজ শিকদার ও আবুল হাসনাতকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হার্বন অর রশীদ এ বিষয়ে জানান, পলাতক আসামিকে ধরতে পারেনি পুলিশ। তবে অভিযান অব্যাহত রয়েছে।
হাতকড়া পরা আসামির পলায়ন ছাতকে ২ কনস্টেবল বরখাস্ত
Tuesday, July 8, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment