আমাদের সিলেট ডটকম : ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিরুদ্ধে আগামী রোববারের ফাইনালে ব্রাজিলিয়ানদের সমর্থন চাইছে জার্মানি। নিঃসন্দেহে ব্রাজিলিয়ানরা এখন অনেকটাই দ্বিধাবিভক্ত হয়ে পড়বেন। কারণ, এই জার্মান দলের কাছেই সেমিফাইনালে ৭-১ গোলের লজ্জাজনক পরাজয় নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। না হলে সেদিন ব্রাজিলই খেলতো আর্জেন্টিনার বিরুদ্ধে। জার্মানির সুদর্শন ও স্মার্ট কোচ হিসেবে পরিচিতি পাওয়া জোয়াচিম লো ব্রাজিল হেরে যাওয়ার পরও তাদের সমর্থকদের প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন। জার্মানির রক্ষণভাগের খেলোয়াড় বেনেডিক্ট (২৬) বলছিলেন, আমরা সবাই ব্রাজিলিয়ানদের সমর্থন আশা করছি। তিনি বলেন, আমার মনে হয় ব্রাজিলিয়ানরা যেভাবে আমাদের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছে, তা ছিল চমৎকার ইঙ্গিত। জার্মান এ ডিফেন্ডার বলছিলেন, মেসি দারুন খেলোয়াড়, বিশ্বের অন্যতম সেরা, রোনাল্ডোও সেরকম ছিলেন। তিনি বলেন, আমরা যখন দৃঢ়তা নিয়ে একসঙ্গে খেলবো, তখন মেসির মতো সেরা খেলোয়াড়ও কঠিন সময় পার করবে। রক্ষণভাগে আমরা ভাল খেললে, মেসিকে আটকাতে পারবো। রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে ফাইনালের দিন প্রায় ৭৭ হাজার দর্শক হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে হাজার হাজার ব্রাজিলিয়ান থাকবেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment