আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর হাউজিং এস্টেটে জনতার ধাওয়া খেয়ে পালিয়েছে হিযবুত তাহরির সদস্যরা।
এ সময় তারা একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগ থেকে একটি মোবাইল ফোন ও বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়। গতকাল বুধবার জোহরের নামাজের পর হাউজিং এস্টেট মসজিদের সামনে দাঁড়িয়ে সমাবেশ করার চেষ্টা করে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যৰদর্শী এক ওষধ কোম্পানীর কর্মকর্তা জানান, নামাজ শেষে তারা বেরিয়ে আসছিলেন। এমন সময় ৮/১০ জন যুবকের মধ্যে একজন দাড়িয়ে বক্তব্য শুর্ব করে। তখন এক মুসল্লী তার মোবাইলসেট দিয়ে ভিডিও করছিলেন। ভিডিও ধারন করা হচ্ছে দেখে দুজন হিজবুততাহরির কর্মী ঐ যুবককে ভিডিও না করে তাদের বক্তব্য শোনার জন্য হাত ধরে টান শুরু করে। তবে ঐ যুবক তর্ক জড়িয়ে দিলে হট্টগোল শুরু হয়। তখন ঐ যুবক একটি দোকানে আশ্রয় নেন। পরে অন্যান্যকর্মীরা সংগঠিত হয়ে দোকান থেকে বের করে নিয়ে আসে। ততৰণে দোকানে হামলা হয়েছে শুনে ব্যবসায়ীরা ক্ষেপে উঠেন। পরে তারা ধাওয়া করলে হিযবুততহরীর কর্মীরা পালিয়ে যায়। পুলিশ গেলে তাদের ধরতে পারেনি।
অন্যদিকে পালিয়ে যাওয়ার সময় তাহরিরকর্মীরা একটি ব্যাগ রেখে যায়।স্থানীয়রা জানিয়েছেন তা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
হাউজিং এস্টেটে জনতার ধাওয়া খেয়ে ব্যাগ ফেলে হিযবুত তাহরির সদস্যদের পলায়ন
Wednesday, July 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment