আমাদের সিলেট ডটকম:
সিলেট মহানগর যুবলীগের নবগঠিত আহŸায়ক কমিটিকে স্বাগত জানিয়েছেন মহানগর আওয়ামী লীগ নেতারা। গত সোমবার রাত ১১টার দিকে যুবলীগ নেতারা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে যান। বদর উদ্দিন আহমদ কামরান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ যুবলীগ নেতৃবৃন্দকে বরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহŸায়ক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, সদস্য সুবেদুর রহমান মুন্না, লিটন মিয়া, রাহেল আহমদ চৌধুরী, জাকিরুল আলম জাকির, লাহিন আহমদ, আহমদ কবীর শাহজাহান, আমির হোসেন জুবেল, সাজু ইবনে হান্নান খান, সুমন আহমদ, মিনার আহমদ, আফজাল কবীর, মাসুম বিলাহ প্রমুখ।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে যুবলীগ সব সময় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে সিলেটে যুবলীগের রাজনীতি আরো গতিশীল হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০২১ বাস্তবায়নে যুবলীগ নেতাকর্মীরা সততার সাথে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মহানগর যুবলীগের আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়েছে সিলেট আওয়ামীলীগ
Tuesday, July 8, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment