আমাদের সিলেট ডটকম :
সুনামগঞ্জের সুরমা নদীর মলিৱকপুর এলাকায় সোমবার ভোরে নৌকাডুবিতে বালুশ্রমিক দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন- সুনামগঞ্জ সদর উপজেলার শ্রীপুর গ্রামের আব্দুস সালামের পুত্র সায়েমুল (২৫), একই গ্রামের মুলৱুক মিয়ার পুত্র জমির আলী (২৬) ও আব্দুল কাইয়ুমের ছেলে ফয়েজ উদ্দিন (৩০)।
সুনামগঞ্জ সদর থানার ওসি জানে আলম খান জানান, দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনের লাশ উদ্ধার করেছে। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম বলেন, বৃষ্টি এবং প্রবল ঢেউয়ের কারণে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, ৬ বালু শ্রমিক রোববার রাতে বালু উত্তোলন করে বালুভর্তি ট্রলার নৌকা নিয়ে ভোরে মলিৱকপুর সুরমা ব্রিজ এলাকায় নোঙর করে বিশ্রাম নিতে থাকে। সকালে বৃষ্টি শুর্ব হলে পানি ও প্রবল ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় তিন শ্রমিক তীরে উঠতে সক্ষম হলেও বাকি তিনজন পানিতে ডুবে মারা যান।
খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। সকাল ১১টায় ওসি জানে আলম নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান।
সুনামগঞ্জে সুরমা নদীতে নৌকাডুবি ॥ ৩ বালুশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
Monday, July 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment