আমাদের সিলেট ডটকম:
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার আওতাধীন এলাকার ৯ বছর বয়সী এক তৃতীয় শ্রেণির ছাত্রী পাশাবিক নির্যাতনের ঘটনায় ২৬ দিন অতিবাহিত হলেও অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার না হওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। নির্যাতনের শিকার স্কুল ছাত্রী শিশুটির ভবিষ্যত নিয়ে পিতা-মাতারা চরম অনিশ্চয়তায়ও ভোগছেন। এদিকে, শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এখনো সুস’ হয়ে উঠেনি। ফলে বিভিন্ন চিকিৎসকের কাছে ধর্না দিচ্ছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, মোগলাবাজার ইউনিয়নের নেগাল গ্রামের আছমত আলীর পুত্র আঞ্জুর মিয়া (২৫) মোগলাবাজারে এ টু জেড লাইব্রেরীর কর্মচারী গত ১৬ জুন সোমবার একই গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রী বই খাতা কিনতে লাইব্রেরীতে আসলে লাইব্রেরীর কর্মচারী আঞ্জুর মিয়া তাকে ৫০ টাকার লোভ দেখিয়ে লাইব্রেরী ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে রক্তাক্ত করে। মেয়েটি বাড়ীতে গিয়ে তার মাকে ঘটনার কথা জানালে তার মা শিশুটির বাবাকে ঘটনার কথা অবহিত করলে মেয়েটির পিতা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান। ছয় দিন শিশুটি চিকিৎসা নিয়ে কিছুটা সুস’ হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
এরপর শিশুটির পিতা বাদী হয়ে মোগলাবাজার থানায় ধর্ষণকারী আঞ্জুর মিয়ার বির্বদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং-০৯/৮০, তাং ২২/০৬/১৪ইং। গত ৯ জুলাই শিশুটি ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে ঘটনার বিবরণ দেয়। ঘটনার পর থেকে ধর্ষণকারী পালিয়ে থাকলেও মোগলাবাজার থানা পুলিশ এখনও তাকে গ্রেফতার করতে না পারায় শিশুর পরিবারের লোকজন হতাশায় ভোগছেন।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ওসি শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান. আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।
২৬ দিন অতিবাহিত ধরা পড়েনি মোগলাবাজারে শিশুধর্ষনকারী
Saturday, July 12, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment