সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

Sunday, July 6, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টায় যুবলীগের চেয়ারম্যান ওমর ফার্বক চৌধুরী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হার্বনুর রশীদ স্বাক্ষরিত ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

কমিটিতে আলম খান মুক্তিকে আহ্বায়ক এবং মুশফিক জায়গীরদার, আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান খোকন ও সেলিম আহমদ সেলিমকে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে। বাকি ৫৬ জনকে রাখা হয়েছে সদস্য হিসেবে। কমিটির সদস্যরা হলেন- সোয়েব আহমদ, মাসুম বিলৱাহ চৌধুরী, এডভোকেট আবদুর রকিব বাবলু, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, ডা. হোসেন রবিন, এমএ হান্নান, তৌফিক বকস লিপন, হুমায়ূন রশীদ লাভলু, সৈয়দ গোলজার আহমদ, সুবেদুর রহমান মুন্না, শান্ত দেব, মিয়া মো. লিটন, জাহাঙ্গীর আলম, আবদুল লতিফ রিপন, জাকির্বল আলম জাকির, ফয়সল আজাদ খান, রমিজ উদ্দিন, আমির হোসেন জুবেল, রাহেল আহমদ চৌধুরী, কবির আহমদ শাহজাহান, সাজু ইবনে হান্নান খান, এডভোকেট কামর্বল ইসলাম, ফার্বক আহমদ, সাহেদ আহমদ, তোজাম্মেল হক তাজুল, গৌতম চক্রবর্তী, ইলিয়াস আহমদ জুয়েল, মিনার আহমদ, কয়েস উদ্দিন আহমদ, শ্যামল সিংহ, জুনেদ আহমদ, ফার্বকুল ইসলাম ফার্বক, শৈলেন কুমার কর, মুরাদ আহমদ মুরন, লাহিন আহমদ, সামিনা চৌধুরী, মেহেদী আহমদ কাবুল, সুলতান আলী মনসুর, ইকবাল হোসেইন, বাবু বিপ্লব পুরকায়স’, আফজল কবীর, গুলজার আহমদ জগলু, আবদুর রব সায়েম, মুজিবুর রহমান, এডভোকেট গিয়াস উদ্দিন, ডা. কলিন্স সিংহ, আবেদুর রহমান শিপলু, আতিকুর রহমান মনি, মিনহাজ চৌধুরী লিটন, হোসেইন আহমদ বাবু, কিশোর ভট্টাচার্য্য জনি, রিমাদ আহমদ র্ববেল, আনিসুর রহমান তিতাস, সুমন আহমদ চৌধুরী, আজমল হোসেন, ইমামুর রহমান লিটন।

বিকেল ৩টায় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সিলেট-১ আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সচিবালয়ের নিজ দফতরে তার সাথে সাক্ষাত করেন। তারা অর্থমন্ত্রীকে কমিটির বিষয়ে অবহিত করে সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এসময় কেন্দ্রীয় যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন।

ঘোষিত আহ্বায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে মহানগরীর অন্তর্ভূক্ত সকল ওয়ার্ড ও ইউনিটের সম্মেলন সম্পন্ন করে সিলেট মহানগর যুবলীগের সম্মেলন আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License