আমাদের সিলেট ডটকম: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীমের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক পত্রে এ বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। এর আগে সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে তাকে বহিস্কার করা হয়েছিল। বহিস্কার প্রত্যাহার পত্রে বলা হয়, ‘আপনার বহিস্কারাদেশ নির্দেশক্রমে প্রত্যাহারপূর্বক স্বপদে পূণ:বহাল করা হলো। দলের সাংগঠনিক কর্মকাণ্ডসহ দলের শক্তি বৃদ্ধিতে যথাযথ ভূমিকা রাখবেন বলে দল আশা করে।’ বহিস্কার প্রত্যাহারের পত্রটির একটি অনুলিপি সিলেট জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, সিলেট সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আবুল কাহের চৌধুরী শামীম। প্রথম দিকে দল থেকে তাকে সমর্থন দেয়া হয়। তার বিরুদ্ধে শাহজামাল নূরুল হুদা প্রার্থী হলে কেন্দ্র তাকে বহিস্কার করে। তবে নির্বাচনের ক’দিন আগে হুদার বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দিলে বিদ্রোহী হিসেবে নির্বাচনে বহাল থাকেন শামীম। এর একদিন পরই দল থেকে তাকে বহিস্কার করা হয়।
বিএনপি নেতা শামীমের বহিস্কারাদেশ প্রত্যাহার
Sunday, April 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment