আমাদের সিলেট ডটকম:
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের দৌলতপুর গ্রামে মানুসিক বিকারগ্রস্থ ভাতিজার আঘাতে চাচা খুন হয়েছেন। হতভাগ্য চাচা নূর মিয়া (৫০) মানসিক বিকারগ্রস’ ভাতিজা হোসেন মিয়ার লাঠির আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন অবস’ায় শুক্রবার সকালে সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন। পুলিশ ও প্রতৰদর্শী সুত্রে জানা যায়, বুধবার নুর মিয়া নিজ ঘরের বারান্দায় বসাবস’ায় হঠাৎ করে তার আপন বড় ভাই বাদশা মিয়ার মানসিক বিকার গ্রস’ ছেলে হোসেন মিয়া হঠাৎ করে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি মারাত্তক আহত হন। আহতবস’ায় নূর মিয়াকে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ ব্যাপারে দিরাই থানার ওসি(দায়িত্বপ্রাপ্ত) মোবারক হোসেন বলেন, সিলেট থেকে নুর মিয়ার লাশ দিরাই থানায় নিয়ে আসা হলে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে, ঘাতক হোসেন মিয়াকে আটক করা হয়েছে।
দিরাইয়ে ভাতিজার আঘাতে চাচা খুন
Friday, August 29, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment