আমাদের সিলেট ডটকম:
ছাতকের কামারগাঁও বাজারে একই রাতে ৩টি দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানপাট ভাংচুর করে নগদ টাকা ও স্বর্নালংকারসহ ১০লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার গভীর রাতে বাজারের হাসামপুর গ্রামের মাছুম মিয়ার মুদির দোকান, একই গ্রামের আব্দুল মানিকের আমিন ভেরাইটিজ ষ্টোর ও কামারগাঁও গ্রামের উকিল আলীর জুয়েলারী দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। দোকান মালিকগণ সবাই হাসামপুর গ্রামের আকবার আলী হত্যা মামলার পলাতক আসামী। সংঘর্ষের ঘটনার পর থেকে হত্যা মামলায় আসামী হওয়ায় তাদের দোকান তালাবদ্ধ ছিল। গতকাল মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম ও ছাতক থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করেন। মাছুম মিয়ার মা জীবন বাহার জানান, দোকানের পেছনের দিকে ঘরের কিছু অংশ ভেঙ্গে দুর্বৃত্তরা নগদ ৩০হাজার টাকা, ৫০হাজার টাকা মুল্যের ১টি আইফোনসহ ২লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয় হত্যা মামলার বাদী পক্ষের লোকজন। প্রতিদিনই এরা বাড়িতে এসে মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যা করার হুমকিও দিচ্ছে। পুরুষ শূন্য থাকায় মহিলারা নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানান হাসামপুর গ্রামের রিনা বেগম। আমিন ভেরাইটিজ ষ্টোরের ম্যানেজার ছাদিক মিয়া জানান, দোকানের মালামাল তছনছ ও আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা ও মালামালসহ ৫লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়া হয়েছে। এছাড়া জুয়েলারী দোকান থেকে ৩লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট হয়েছে বলে দোকান মালিক উকিল আলী জানিয়েছেন। বাজার কমিটির সাধারণ সম্পাদক ডাঃ লুৎফুর রহমান এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, বুধবার এলাকাবাসীর বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান, গত ২১আগষ্ট হাসামপুর গ্রামের হাজী আলা মিয়া ও আছকির আলী পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষে আছকির আলী পক্ষের আকবার আলী নিহত হয়। এ হত্যাকান্ডের ঘটনায় আলা মিয়া পক্ষের লোকজন গাঁ ঢাকা দিলে প্রায় অর্ধেক গ্রামই পুরুষ শূন্য হয়ে পড়ে। ঘটনার পর পরই আলা মিয়া পক্ষের লোকজনের বাড়িতে চলে ব্যাপক লুটপাট। খোঁজ নিয়ে জানা যায়, আব্দুর রশিদের বাড়ি থেকে ৭৫মন ধান ও ১০টি ছাগল, সুজন মিয়ার বাড়ি থেকে ১৪টি গরু, আব্দুল মানিকের বাড়ি থেকে ৩টি গরু, আতাব মিয়ার বাড়ি থেকে ৬টি ছাগল, হেলাল মিয়ার বাড়ি থেকে ৩৫মন ধান, হায়দার মিয়ার রাইছ মিল ভাংচুর, মালামালসহ ৬৫মন ধান লুট এবং শানুর মিয়ার ১০মন ধান লুট করে নেয়া হয়। সোমবার রাতে কামারগাঁও বাজারে লুটপাটের ঘটনাও বাদী পক্ষের লোকজন ঘটাতে পারে বলে অনেকেই ধারনা করেছেন। সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালিক জানান, গভীর রাতে বাজারে চিহ্নিত ৩টি দোকানে এ ঘটনা ঘটেছে। বাজারে এ ধরনের ঘটনা কারো কাম্য নয়। ছাতক থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সি জানান, বিষয়টি তদন্তাধিন রয়েছে।
ছাতকের কামারগাঁও বাজারে দোকানপাট ভাংচুর স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট
Tuesday, August 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment