বিবিসি বাংলাঃ বাংলাদেশের পুলিশ যুদ্ধাপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদন্ডের রায়ের খসড়া ফাঁস করে দেয়ার অভিযোগে তার স্ত্রী, ছেলে ও আইনজীবীসহ সাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী, মি. চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম, আইনজীবীর সহকারী মেহেদী হাসান এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর ম্যানেজার মাহবুবুল আহসানকে আসামী করা হয়েছে।
এছাড়া আসামীর তালিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দু’জন কর্মচারী নয়ন আলী ও ফারুক হোসেনেরও নাম রয়েছে।
১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর ১লা অক্টোবর বিরোধীদল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন।
কিন্তু আদালতে রায় ঘোষণার আগেই তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা ওয়েবসাইট থেকে সংগৃহীত রায়ের কথিত কপি ফাঁস করে দেন।
পুলিশ বলছে, তালিকাভুক্ত আসামিদের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবং মি. চৌধুরীর আইনজীবীর সহকারী মেহেদী হাসান পলাতক রয়েছেন।
বাকিরা কারাগারে আটক রয়েছে।
No comments:
Post a Comment