আমাদের সিলেট ডটকম:
সোমবার সকাল ১০টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনা এলাকায় বাস উল্টে একজন কিশোরী ও পুরুষ নিহত হয়েছেন। এতে অন্ততো আরো ১২ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ১ ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখেন । ওই সময় অবরোধকারীরা ৫টি গাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে তৎক্ষণাত শ্রীম্ঙ্গল থানাপুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে ও পুলিশের সহায়তায় ১ ঘণ্টার স্থানীয়রা অবরোধ তুলে নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বরুনা এলাকায় মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী এক কিশোরী মারা যায়। এসময় বাসযাত্রীসহ আরো ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়।
মৌলভীবাজারে নিয়ন্ত্রণহীন বাস উল্টে নিহত ২ \ আহত ১২
Monday, August 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment