আমাদের সিলেট ডটকম:
ছাতকের লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা সংলগ্ন ডুবে যাওয়া সিমেন্টবাহী স্টিল নৌকা শুক্রবার পর্যন্ত ১০ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। সাহেবখালি ব্রীজের নিচ দিয়ে প্রবাহিত পানি একমূখি হওয়ায় প্রবল স্রোতে ব্রীজের এপ্রোচ থেকে ক্রমশ মাটি ধ্বসে যাচ্ছে। ফলে ব্রিজ মারাত্মক হুমকির মুখে পড়েছে। যেকোন মুহুর্তে ব্রিজটি ভেঙ্গে পড়ে ছাতক-দোয়ারা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা রয়েছে। ওই কারনে ব্রিজের গোড়ায় থাকা একটি বৈদ্যুতিক খুটিও ভেঙ্গে পড়ার আশংকা করছেন স্থানীয়রা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার বার্জ লোডিং পয়েন্ট থেকে ১১শ’ বস্তা সিমেন্ট নিয়ে হাজী বশির উদ্দিন এন্ড সন্সের স্বত্ত্বাধিকারী এমাদ উদ্দিনের এ নৌকাটি ছেড়ে যায়। সময়মতো নৌকার ইঞ্জিন চালু না হওয়ায় প্রবল স্রোতে নৌকাটি ভেসে সাহেবখালি ব্রিজের পিলারের সাথে ধাক্কা খেয়ে পানিতে তলিয়ে যায়।স্থানীয়রা জানান, নৌকার মালিক বা কারখানা প্রশাসনের উদাসীনতার কারনে তার ভুক্তভোগী হবে জনসাধারন।
ছাতকে ডুবে যাওয়া নৌকা উদ্ধার হয়নি ॥ ব্রিজ ধ্বসের আশঙ্কা
Friday, August 29, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment