সিলেট জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ: নেপালের কাছে নয়, বাংলাদেশ হারলো ভাগ্যের কাছে

Friday, August 29, 2014

আমাদের সিলেট ডটকম:

ম্যাচ প্রথম থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলছিলো বাংলাদেশ। কিন্তু ভাগ্য বাংলাদেশের সাথে বিট্রে করলো। শেষ পর্যন্ত এক-শুন্য গোলে নেপালীদের কাছে হারতে হলো স্বাগতিক বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ দলকে।

শুরু থেকেই নেপাল দল ডিফেন্সে গোলকিপারসহ ৮ জন আর মাঝ মাঠে ৩ জন রেখে খেলতে থাকে। বাংলাদেশের স্ট্রাইকারদের একের পর এক আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয়েছে নেপালের ডিফেন্সকে। কিন্তু আক্রমণ করলেও গোল পোস্টের সামনে গিয়ে বার বার আক্রমণের খেই হারিয়ে ফেললেন বাংলাদেশ দলের স্ট্রাইকাররা। ম্যাচের প্রথমাধের্র ২৫ মিনিটে বাংলাদেশের ইউসুফ সিফাত বল নিয়ে যখন নেপালের ডিফেন্সকে পরাস্ত করে একা গোলকিপারের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন অফসাইড করে বসেন তকলিছ আহমদ। এরপর ৩৩ মিনিটে মিশু গোলপোস্টে জোরালো শট নিলেও ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক। এরপরও চেষ্টা করে প্রাণপন লড়ে গেলেন বাংলাদেশের স্ট্রাইকাররা। কিন’ প্রথমার্ধে কাঙ্খিত সেই গোলের দেখা আর পায়নি বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আবারো নেপাল ডিফেন্সকে চেপে ধরে বাংলাদেশ। এ অর্ধের ৩ মিনিটেই একটি সহজ সুযোগ মিস করেন তকলিছ আহমদ। গোলরক্ষককে একা পেয়েও সোজা তার হাতেই বল তুলে দেন তিনি। ১৯ মিনিটে বাংলাদেশ দলের ওয়াহেদকে নামিয়ে আমিনুরকে তুলেন কোচ ডি ক্রুইফ। এরপর ২৪ মিনিটে আরেকটি সহজ সুযোগ মিস করেন সুহেল রানা। ততোক্ষণে ডিফেন্সের খোলস ভেঙ্গে আক্রমণের চেষ্টায় নেপাল। সেই ফলও তারা পেয়ে যায় ম্যাচের ৭৭মিনিটে। বাংলাদেশের ডিফেন্সের ভুলে রবিন শ্রেষ্ঠার পাস থেকে গোল করেন বদলি খেলোয়াড় সুশীল কেসি। নেপালিরা ১-০ তে এগিয়ে গেলে মুহুর্তে গ্যালারিতে নেমে এলো পিনপতন নিরবতা। নিজ দেশের টাইগাররা এক গোল হজম করায় দর্শকরাও দ্বাতস্ত হতে সময় লাগলো কয়েক মিনিট। পূর্বে উল্লাস আর উম্মাদনা গ্যালারিতে আর ফিরে আসে নি শেষ পর্যন্ত।

ম্যাচের বাকি সময়টা ছন্নছাড়া ‘আনুষ্ঠানিতা’র মতোই খেলেছে দু’দল। গোল শোধের আদলে অগোছালো ফুটবল খেলেছে বাংলাদেশ। নেপাল দলও এ পর্যায়ে এসে আর ঝুঁকি নিতে যায়নি। ডিফেন্স রক্ষার দিকেই মনোযোগ দিয়ে খেলার শেষ বাঁশি বাজার অপেক্ষা করেছে তারা।

বাংলাদেশ দল : তপু বার্মা, মো. ইয়াসিন খান, আতিকুর রহমান মিশু, মো. রায়হান হাসান, হেমন- ভিনসেন্ট বিশ্বাস, মো. মামুনুল ইসলাম (অধিনায়ক), মো. ওয়াহেদ আহমেদ, সোহেল রানা, মো. এ এস ইউসূফ সিফাত, মো. তকলিছ আহমেদ, মো. রাসেল মাহমুদ এবং কোচ ডি ক্রুইফ।

নেপাল দল : রবীন শ্রেষ্ঠা, বিরাজ মাহারজান, আদিত্য চৌধুরী, হিমেন গৌরাং, অসিম জাং কারকি, জগজিৎ শ্রেষ্ঠা, বিক্রম লামা, সন্দিপ রাই, এ্যালান নিউপান, ভোলানাথ সিলওয়াল, সাগর থাপা এবং কোচ জ্যাক স্টিফানাউস্কি।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License