মঙ্গল ও বুধবার ২০-দলীয় জোটের বিক্ষোভ

Monday, August 25, 2014

আমাদের সিলেট ডটকম: বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেয়ার উদ্যোগের প্রতিবাদে মঙ্গল ও বুধবার বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।

গতকাল সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- মঙ্গলবার ঢাকা মহানগর ছাড়া সব মহানগর ও জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ২৭ আগস্ট বুধবার ঢাকার ১৫টি স্থানে প্রতিবাদ মিছিল।

এ ছাড়া ‘আন্তর্জাতিক গুম দিবস’ উপলক্ষে ২০-দলীয় জোটের পক্ষ থেকে ৩০ আগস্ট সারা দেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License