আমাদের সিলেট ডটকম:
অন্যজনের স্ত্রীকে নিয়ে হোটেল ফুর্তি করতে গিয়ে ধরা পড়েছেন কানাইঘাটের এক প্রভাবশালী যুবলীগ নেতা। তার নাম জুনেদ আহমদ জিবান (২৫)। সে কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল লক্ষীপুর গ্রামের আজিজুল হকের পুত্র।
কতোয়ালী থানা পুলিশ সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর বন্দরবাজারস্থ হোটেল আল জালাল থেকে তাকে আটক করে।
অভিযানে নেতৃত্বদানকারী কতোয়ালী থানার এএসআই বাবুল জানান, জুনেদ আহমদ জিবান সন্ধ্যায় এক তরুণীকে নিয়ে হোটেল আল জালালে উঠেন। রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঐ হোটেল অভিযান চালিয়ে আপত্তিকর অবস্থায় তাদের পায়। এরপর তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
বাবুল জানিয়েছেন, তার সাথে আটক তরুনীর নাম সুলতানা বেগম। দুজনেরই বাড়ি কানাইঘাটে। সুলতানা অন্য একজনের স্ত্রী। এএসআই বাবুল জানান আটককৃতদেরকে আজ কোর্টে চালান দেয়া হবে ।
তরুণীসহ কানাইঘাট যুবলীগ নেতা জিবান সিলেটে আটক
Monday, August 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment