আমাদের সিলেট ডটকম:
সিলেট স্টেডিয়ামে শুক্রবার গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করার সময় হুড়োহুড়িতে দুই মহিলা পুলিশ কনস্টেবলসহ কমপৰে ৫ জন আহত হয়েছে।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. তন্ময় ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে দুই মহিলা পুলিশ কনস্টেবল ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কনস্টেবল জুলেখা ৬ নম্বর ওয়ার্ডে আর শিরিন ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। আর বাকি তিনজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে, তিনি তার নাম জানাতে পারেননি।
শুক্রবার সিলেট স্টেডিয়ামে ছিল সিলেট-নেপাল প্রীতি ফুটবল ম্যাচ। এ ম্যাচকে ঘিরে দর্শকদের ছিল দার্বণ উৎসাহ। ২৫ হাজার দর্শক ধারণৰম এ স্টেডিয়ামে প্রায় অর্ধ লৰাধিক দর্শক ভিড় করেন। যে কারণে তাদের স’ান সংকুলান করতে সংশিৱষ্টদের দার্বণ বেগ পোহাতে হয়। পাশাপাশি ম্যাচও শুর্ব হয় এক ঘন্টা বিলম্বে। অনেকে তাড়াহুড়ো করে স্টেডিয়ামে প্রবেশ করেন। আবার কেউ বা স্টেডিয়ামের গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশের চেষ্টা চালান। এ কারণে উল্লেখিতরা আহত হন।
সিলেট স্টেডিয়ামে হুড়োহুড়িতে মহিলা কনস্টেবলসহ আহত ৫
Saturday, August 30, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment