আমাদের সিলেট ডটকম:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নিয়াজ আহমেদকে কুপিয়ে আহত করার জের ধরে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগে ছাত্রলীগের উত্তম-অঞ্জণ গ্রুপের কর্মীদের হামলার প্রতিবাদ ও তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবীতে বিভাগের শিক্ষা কার্যক্রম বন্ধ করার সিদ্ধান- নেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার বিভাগের জরুরী সভায় এই সিদ্ধান- নেয়া হয়।
বিভাগের শিক্ষকরা জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নিয়াজ আহমেদকে নিজ বিভাগের শিক্ষার্থী দ্বারা আহত হওয়ার ঘটনায় জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগে ছাত্রলীগের উত্তম-অঞ্জণ গ্রুপের কর্মীরা হামলা চালায়। এসময় মাস্টাস ৩য় সেমিস্টার থিসিসের প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষা চলছিল। কিন্তু ওই সময় কোন কিছু বুঝে উঠার আগেই এসময় ছাত্রলীগের উশৃংখল কর্মীরা শিক্ষার্থী ও বিভাগের শিক্ষদের লাঞ্চিত করে। এসময় মৌখিক পরীক্ষার এক্সটারনাল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আবু রেজাকেও লাঞ্চিত করার চেষ্ঠা করে ছাত্রলীগ কর্মীরা। তদন্ত মোতাবেক এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবীতে বিভাগের শিক্ষকরা সাময়িক একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শামসুল হক প্রধান একাযেমিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্রলীগে কর্মীদের হামলার প্রতিবাদে শাবির বায়োটেকনোলজি বিভাগে শিক্ষা কার্যক্রম সাময়িক বন্ধ
Saturday, August 30, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment