আমাদের সিলেট ডটকম:
শনিবার সকাল ১১টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চিকিৎসকের ভুল চিকিৎসায় রুনা বেগম (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে কুলাউড়া পলি ক্লিনিক ভাঙচুর করেছে রোগীর আত্মীয়-স্বজন। নিহত রুনা জুড়ী উপজেলার আবুল হোসেনের স্ত্রী। তৎৰণাৎ খবর পেয়ে পুলিশ ঘটনাস’লে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত রুনার পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রুনার প্রসব ব্যথা শুরু হলে তাকে কুলাউড়া পলি ক্লিনিকে ভর্তি করা হয়। শনিবার ভোর সোয়া ৪টার দিকে পলি ক্লিনিকের ডা. বারেক মোল্লা ও ডা. ফারজানা সুলতানা সিজারিয়ান অপারেশন করেন। রুনার একটি কন্যা সন্তান জম্ম নেয়। এরপর অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ক্লিনিকের ব্যবস’াপনা পরিচালক মনসুর আহমদ তালুকদার জানান, এ ব্যাপারে চিকিৎসকের কোনো অবহেলা ছিলনা।
প্রসূতির মৃত্যু কুলাউড়ায় ক্লিনিক ভাঙচুর
Saturday, August 30, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment