আমাদের সিলেট ডটকম:
মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর তালতলাস্থ হোটেল বিলাসের সামনে থেকে ১ লাখ ২৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। পরে ছিনিয়ে নেয়া টাকাভর্তি ভ্যানেটিব্যাগ খালি অবস্থায় নগরীর হাউজিং এস্টেট থেকে এক পথচারী উদ্ধার করেন।
ছিনতাইর শিকার নগরীর মির্জাজাঙ্গাল নিবাসী রবীন্দ্র জানান- পূবালী ব্যাংক শেখঘাট শাখা থেকে ১ লাখ ২৮ হাজার টাকা উত্তোলন করে স্ত্রীর ভ্যানেটিব্যাগে টাকা ভরে স্ত্রীকে সাথে নিয়ে পায়ে হেঁটে মির্জাজাঙ্গালস্থ বাসায় ফিরছিলেন। তালতলা হোটেল বিলাসের সামনে আসার পর ৪টি মোটর সাইকেলে ৮ জন ছিনতাইকারী এসে তার স্ত্রীর কাছ থেকে ঝাপটা মেরে ভ্যানেটিব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা টাকা নিয়ে খালি ভ্যানেটিব্যাগ হাউজিং এস্টেটের রাস্তায় ফেলে যায়। ব্যাগের ভেতর ফোন নাম্বার পেয়ে এক পথচারী তাকে ফোন দেন। পরে লামাবাজার ফাঁড়ির একদল পুলিশ গিয়ে খালি ব্যাগ পথচারীর কাছ থেকে বুঝে নেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ছিনতাইর মামলা রেকর্ড করা হবে বলে পুলিশ জানায়।
সিলেট নগরীতে সোয়া লাখ টাকা ছিনতাই ॥ পুলিশ উদ্ধার করলো খালি ভ্যানেটিব্যাগ
Tuesday, August 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment