আমাদের সিলেট ডটকম:
ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের ভিসা প্রসেসিং কার্যক্রম এবং বিদ্যমান অনেক সুযোগ-সুবিধা সমপ্রতি ভারতের নয়া দিল্লিতে স’ানাস-রের উদ্যোগ নেয়া হয়েছে। যুক্তরাজ্য সরকারের সিদ্ধান- অনুযায়ী ব্রিটিশ ভিসার জন্য বাংলাদেশী আবেদনকারীদের ভিসা প্রসেসিং হবে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবসি’ত ব্রিটিশ হাই কমিশনের পরিবর্তে প্রতিবেশী রাষ্ট্র ভারতের রাজধানী নয়াদিল্লীতে অবসি’ত ব্রিটিশ হাই কমিশনে। ব্রিটেন সরকারের এহেন আকস্মিক ও অপ্রত্যাশিত সিদ্ধানে- এদেশের মানুষ যেমনি হতাশ ও উদ্বিগ্ন, তেমনি বৃটেন সরকারের ‘ব্যয় সংকোচনের খোঁড়া যুক্তির অজুহাতে’ গৃহীত এহেন অনাকাঙ্খিত সিদ্ধান- ব্রিটিশ ভিসা প্রার্থী বাংলাদেশীদের বাড়তি দুর্ভোগ এবং সুদূর দিল্লিতে যাতায়াতে নিরাপত্তা ঝুঁকি ও মোটা অংকের অর্থ ব্যয়ের পথে ঠেলে দিবে।
এমতাবস’ায় ঢাকাস’ ব্রিটিশ হাই কমিশনের ভিসা প্রসেসিং কার্যক্রম নয়াদিল্লীতে স্থানান্তর না করার দাবীতে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে’র উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ২টায় সিলেট সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এক নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নাগরিক সমাবেশে সভাপতিত্ব করবেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাইয়ুম কায়ছার।
আমন্ত্রিত সুধীজন, জিএসসি ইউকের সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা শাখার কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপসি’ত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেএসসি ইউকের বাংলাদেশ কো-অর্ডিনেটর মুহাম্মদ ফয়জুর রহমান, সিলেট জেলা সভাপতি মোঃ মঈন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুল।
ইন্ডিয়া থেকে ব্রিটিশ ভিসা সিলেটে জিএসসি ইউকে’র উদ্যোগে সমাবেশ বৃহস্পতিবার
Wednesday, August 27, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment