আয়োজক কমিটির সংবাদ সম্মেলন: সিলেট স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল ফুটবল ম্যাচ শুক্রবার

Tuesday, August 26, 2014

আমাদের সিলেট ডটকম:

বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ফুটচল ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সিলেট জেলা স্টেডিয়ামের অভিষেক হচ্ছে আগামী ২৯ আগস্ট শুক্রবার। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২৫ হাজার। ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ড ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

মঙ্গলবার বিকেলে সিলেট মহানগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে এ সকল তথ্য জানানো হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. শহিদুল ইসলাম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডিএফএ’র প্রেসিডেন্ট মাহিউদ্দিন আহমদ সেলিম। সংবাদ সম্মেলনে ম্যাচটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিলেটের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

লিখিত বক্তব্যে জানানো হয়, সিলেটে ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দাবি দীর্ঘদিনের। অনেক পরে হলেও সিলেটে ফুটবলের একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ রকম ম্যাচ আয়োজনের চেষ্টা অব্যাহত থাকবে। এ রকম ম্যাচ আয়োজন করতে পারলে আবারো সিলেটে ফুটবলের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে। পাশাপাশি নতুন খেলোয়াড়রা আরো উৎসাহী হবে। খেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রধান উপদেষ্টা এবং জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামকে আহŸায়ক করে একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যদিও গত ক’দিনের টানা বর্ষণে মাঠ প্রস্তুতিতে কিছুটা বিড়ম্বনা পোহাতে হয়েছে। গ্যালারীসহ স্টেডিয়ামের প্রবেশ পথে সর্বোচ্চ নিরাপত্তা বিধানে নেয়া হয়েছে বিশেষ পদক্ষেপ।

বিগত দিনে সিলেটে অনুষ্ঠিত স্থানীয় ও জাতীয় ম্যাচগুলোতে সহিংস ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক ম্যাচ উপলক্ষে নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম জানান, বিগত দিনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে-সে লক্ষ্যে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের পক্ষ হতে নেয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কোনরূপ বিশৃঙ্খলা যাতে না ঘটে সে জন্য প্রতিটি গ্যালারীতে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

আরেক প্রশ্নের জবাবে ডিএফএ প্রেসিডেন্ট মাহিউদ্দিন আহমদ সেলিম জানান, সকল শ্রেণীর দর্শকের কথা চিন্তা করে তিনটি স্তরে টিকিটের দাম রাখা হয়েছে। সাধারণ গ্যালারীর জন্য ২০ টাকা, জিমনেশিয়ামের বিপরীত প্যাভিলিয়নের জন্য ৫০ টাকা এবং ক্রিকেট প্যাভিলিয়নের জন্য ২০০ টাকা হারে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে।

সিলেটের তৃণমূল পর্যায়ে ফুটবলকে ছড়িয়ে দিতে বাফুফেসহ সংশ্লিষ্টদের কার্যক্রম সম্পর্কে জানতে চাওয়া হলে বক্তারা জানান, সিলেটে ফুটবলের অতীত ঐতিহ্য দীর্ঘদিনের। সেই হারানো ঐতিহ্য পুনরূদ্ধারে জেলা ফুটবল এসোসিয়েশনসহ সংশ্লিষ্টরা কাজ চালিয়ে যাচ্ছেন।

গতকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে সফররত নেপাল দলকে পরাজিত করেছে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে দু’টি দল আজ সিলেট এসে পৌঁছবে। ২দিন ওয়ার্মআপের পর শুক্রবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ।

সংবাদ সম্মেলনে ডিএফএ’র সহ-সভাপতি মঈন উদ্দিন আহমদসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License