আমাদের সিলেট ডটকম:
সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শনিবার সকালে এক দুবাই প্রবাসীর কাছ থেকে বিধিবর্হিভূতভাবে আনা তিন পিস স্বণের্র বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বণের্র ওজন প্রায় ৩৫০ গ্রাম (৩০ তোলা) এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে সংশ্লিস্ট সূত্র জানিয়েছে।
এ ব্যাপারে বিমানবন্দর কাস্টমস বিভাগ জানায়,০ শনিবার সকাল ১১টায় দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০৫২ সিলেট ওসমানী আন-র্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। ওই সময় সিলেটের বিশ্বনাথ উপজেলার ইসলামাবাদ গ্রামের কটু মিয়ার ছেলে রাজু মিয়ার লাগেজ স্ক্যান করে ৩৫০ গ্রাম ওজনের স্বণের্র বার পাওয়া যায়।
ওমর মুবিন আরও জানান- একজন যাত্রী বিদেশ থেকে ২০০ গ্রাম স্বর্ণ নিয়ে আসতে পারেন। রাজু মিয়া অতিরিক্ত ১৫০ গ্রাম স্বর্ণ আনায় ওই স্বর্ণ আটক করা হয়েছে। শুল্ক ও জরিমানা পরিশোধ করে তিনি স্বর্ণ ছাড়িয়ে নেয়ার সুযোগ পেতে পারেন।
সিলেট ওসমানী বিমানবন্দরে দুবাই প্রবাসীর কাছ থেকে স্বর্ণ উদ্ধার
Saturday, August 30, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment