মৌলভীবাজারে এয়ারটেলের থ্রিজি সেবা শুর্ব

Wednesday, August 27, 2014

আমাদের সিলেট ডটকম:

মৌলভীবাজারে থ্রিজি-সেবা চালু করেছে দেশের অন্যতম মোবাইল ফোন কোম্পানি এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। বুধবার দুপুরে এয়ারটেল কার্যালয়ে কেক কেটে থ্রিজির আনুষ্ঠানিক যাত্রা শুর্ব হয়। পরে শহরে এক বর্ণিল শোভাযাত্রার বের করা হয়। এ সময় উপসি’ত ছিলেন এয়ারটেল সিলেট জোনাল ম্যানেজার এম খোরসেদ আলম, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, স’ানীয় একটেল ডিষ্টিভিউটর আলহাজ্ব আয়াছ আহমদ সহ এয়াটেলের কর্মকর্তা ও গ্রাহক।এয়ারটেল জোনাল ম্যানেজার জানান মৌলভীবাজারে গ্রাহকদের কাছে এয়ারটেলের থ্রিজি-সেবা পৌঁছে দিতে পেরে প্রতিষ্ঠানটি খুবই আনন্দিত। এই সেবার মাধ্যমে শহরের শিৰা ও সেবা খাতে আরও উন্নতি ও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। গ্রাহকদের সর্বোত্তম থ্রিজি-সেবা নিশ্চিত ও বাংলাদেশের থ্রিজি নেটওয়ার্কের প্রসার ঘটানোর লৰ্য এটি এয়াররটেলের একটি অগ্রযাত্রা।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License