সাবেক চেয়ারম্যানসহ দুইজন গ্রেফতার # সিলেটের এক সিভিল ইঞ্জিনিয়ারকে নবীগঞ্জের পল্লীতে ৫ দিন আটকে রেখে নির্যাতন

Saturday, August 30, 2014

আমাদের সিলেট ডটকম:

পাওনা টাকার জের ধরে সিলেটের এক সিভিল ইঞ্জিনিয়ারকে ধরে এনে নবীগঞ্জের পলৱীতে ৫ দিন ধরে আটকে রেখে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ইঞ্জিনিয়ারকে উদ্ধার করেছে পুলিশ।

নির্যাতন ও আটকের অভিযোগে সাবেক চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারা ও ইকরাম চৌধুরী নামে দুইজন কে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাটি নিয়ে প্রশাসন সহ সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ৩ জনকে আসামী করে করে নবীগঞ্জ থানায় মামলা হয়েছে।

অপরদিকে পাওনা টাকা আত্মসাতের অভিযোগে সৈয়দ মতিউর রহমান পেয়ারার ছেলে সৈয়দ আমিনুর রহমান বাদী হয়ে পাল্টা আরেকটি মামলা দায়ের করেছেন। ঐ মামলায় সিভিল ইঞ্জিনিয়ার অমিতাভ দেবকে পুলিশ আটক করেছে।

পুলিশ ও সিভিল ইঞ্জিনিয়ার অমিতাব দেব এর পরিবার সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের হেরা ব্রিকফিল্ডের মালিক ও সিলেট হেরা ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট লি.-এর পরিচালক ফার্বক আহমদ, তার দুই ভাই ফুলকাছ মিয়া ও বকুল মিয়া, আউশকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারা, কুর্শি গ্রামের ইকরাম চৌধুরী মিলে তাদের কোম্পানীর ম্যানেজারের দায়িত্ব দেন সিভিল ইঞ্জিনিয়ার অমিতাভ দেবের নিকট। দায়িত্ব থাকাকালীন অবস’ায় কোম্পানির ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৫দিন আগে সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে সিভিল ইঞ্জিনিয়ার অমিতাব দেবকে ধরে নিয়ে আসেন। তাদের গ্রামের বাড়ি উপজেলার দেবপাড়া ইউনিয়নের ছিট ফরিদপুর গ্রামে একটি ঘরে হাত-পা বেঁধে রেখে মারধর ও নির্যাতন চালানো হয়। একপর্যায়ে ইঞ্জিনিয়ার অমিতাভ দেবের আত্মীয় স্বজনকে ফোন করে জানানো হয়, তাদের পাওনা ৬৪ লাখ টাকা পরিশোধ করে তাকে ছাড়িয়ে নিতে হবে। অমিতাভ দেবের আত্মীয় স্বজন ১০ লাখ টাকা দিতে রাজি হলেও এতে সায় দেননি আটককারীরা। এতে অসহায় হয়ে অমিতাভ দেব এর আত্মীয় স্বজন গোপনে বিষযটি প্রথমে নবীগঞ্জ থানার ওসিকে মোবাইল ফোনে জানান। কিন’ তিনি কোন ব্যবস্থা না নেওয়ায় হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার নাজমুল হোসেনকে বিষয়টি জানানো হয়। পরে সহকারী পুলিশ সুপার নাজমুল হোসেনের তত্বাবধানে এসআই সুধীনের নেতৃত্বে একদল পুলিশ গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ঘটনাস’লে গিয়ে ফার্বক আহমদের বাড়ির বসত ঘরে একটি কক্ষ থেকে অমিতাভ দেবকে লোহার চেইন দিয়ে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করেন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বিষয়টি তদারকি করেন। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি তদন্ত দল বিষয়টি খতিয়ে দেখছে।

এ ব্যাপারে এসআই সুধীন চন্দ্র দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সিভিল ইঞ্জিনিয়ার অমিতাভ দেব এর পরিবারের দাবী তাকে অপহরণ করা হয়েছে। অপর দিকে হেরা ইনফ্রাস্টাকচার ডেভলাপমেন্ট লি. কর্তৃপক্ষের দাবী অমিতাভ তাদের কোম্পানীর ৬৪ লাখ টাকা আত্মসাৎ করেছে। এ বিষয়টি মীমাংসার জন্য অমিতাভ তাদের বাড়ি এসেছেন। তাকে তারা অপহরণ করেন নি। এ ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা নবীগঞ্জ থানায় রেকর্ড হয়েছে।

এ ব্যপারে নবীগঞ্জ থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, এ ঘটনায় পৃথক দুটি মামলা নবীগঞ্জ থানায় হয়েছে। দু’পক্ষের ৩ জনকে০ আসামী গ্রেফতার হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও অপর আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License