আমাদের সিলেট ডটকম:
সিলেট এগ্রিকালচার ট্রেনিং ইন্সটিটিউট এর শিক্ষার্থী নগরীর বাগবাড়ী থেকে নিখোঁজ হয়েছেন। তিনি মৌলভীবাজার এর কুলাউড়া উপজেলাধীন মৌলভীগাও এর রসময় নাথ এর পুত্র। তার নাম রুপন দেবনাথ (২৩) গত ২৫ আগষ্ট ২০১৪ইং সোমবার সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকার সময় সিলেট নগরীর উত্তর বাগবাড়িস্থ প্রমুক্ত একতা ৩৪৬ নং বাসা (মেস) থেকে বাহির হয়ে আর বাসায় ফিরে আসেনি। তাহার ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন দিলে নাম্বার গুলো বন্ধ পাওয়া যায়। তাহার আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মাধ্যমে সম্ভাব্য সকল স’ানে খোঁজাখুঁজি করলেও কোথাও তার সন্ধান মিলেনি। এ ব্যাপারে তার বড় ভাই রাজন দেবনাথ ২৭ আগষ্ট ২০১৪ইং তারিখে কোতোয়ালী থানায় একটি জিডি করা হয়েছে যার (জিডি নং-১৫৯৯)।
নিখোঁজ রুপন বাসা থেকে বাহির হবার সময় তার পরনে ছিল সাদা রংয়ের চেক গেঞ্জি ও কালো জিন্স পেন্ট। তার উচ্চতা ৫’৫”ইঞ্চি, গায়ের রং ফর্সা, সে সিলেটের আঞ্চলিক ও শুদ্ধ বাংলায় কথা বলে। কোন সহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পান তাহলে নিম্ন লিখিত ঠিকানা বা মোবাইল যোগাযোগ করবেন।
সিলেট এগ্রিকালচার ইন্সটিটিউট’র শিক্ষার্থী নিখোঁজ
Friday, August 29, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment