আমাদের সিলেট ডটকম:
সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা, মোবাইল ফোন সেট ও বিপুল মেমোরি কার্ডসহ আটক দুবাই প্রবাসী জয়নাল আবেদীনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। রোববার তাকে আদালতে হাজির করা হলে আদালত জামিন না ম্ঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ সময় পুলিশ তাকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায়।
আদালত সূত্রে জানা গেছে, শনিবার জয়নাল আবেদীন সাবানের প্যাকেটের ভিতরে ১৮ পিস সোনা, ১৭ পিস সামস্যাং গ্যালাক্সি, মোবাইল ফোন সেট, ৪১৪ পিস মেমোরি কার্ডসহ প্রায় ৭৭ লাখ টাকা মূল্যের মালামালসহ দুবাই প্রবাসী জয়নাল আবেদীনকে আটক করে বিমান বন্দর কাস্টমস কর্তৃপক্ষ। পরে তাকে আসামী করে বিমানবন্দর থানায় মামলা দায়ের করে এয়ারপোর্ট কাস্টমস। রোববার বিমানবন্দর থানা পুলিশ জয়নাল আবেদীনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন এবং রিমান্ডের ওপর শুনানীর তারিখ পরবর্তীতে ধার্য্য করেন।
সিলেট বিমানবন্দরে আটক সোনা কারাবারী প্রবাসী জেলহাজতে
Sunday, August 24, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment