আমাদের সিলেট ডটকম:
কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে এক ওপেন হাউজ ডে রবিবার বিকাল ৩টায় উপজেলা ইউটিডিসি হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট উত্তর সার্কেলের সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা।
থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সাব ইন্সপেক্টর কামাল হোসেনের পরিচালনায় ওপেন হাউজ ডে-তে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন মতামত তুলে ধরে ল²ীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী তার বক্তব্যে বলেন, তার ইউনিয়নে আগের চাইতে মদ, গাঁজার ব্যবসা ও মাদকসেবীদের অপতৎপরতা কমেছে। তিনি সামনের ঈদুল আযহা উপলক্ষ্যে গরু চুরি বন্ধে পুলিশকে সক্রিয় হওয়ার আহবান জানান। বাল্য বিবাহ প্রতিরোধে জনপ্রতিনিধিরা বড়ধরণের ভূমিকা পালন করলেও স্থানীয় কাজীরা জন্ম নিবন্ধন জালিয়াতি করে বাল্য বিবাহ দিয়ে থাকে। তা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
দিঘীরপার ইউপির চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী বলেন, তার এলাকার চোরাকারবারী, মাদকসেবী, গরু চোর ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তার বিরুদ্ধে অপরাধী চক্র বিভিন্ন সময়ে ১২টি মিথ্যা মামলা দিয়ে হয়রানী চেষ্টা করলেও প্রতিটি মামলায় তিনি পুলিশের সহযোগিতায় খালাশ পেয়েছেন। তার এলাকায় আইন-শ্ঙ্খৃলা পরিস্থিতি উন্নতি হয়েছে দাবী করে সড়কের বাজারে ট্রাফিক পুলিশ মোতায়নের দাবী জানান। ল²ীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ডাঃ ফয়াজ আহমদ বলেন, একজন জনপ্রতিনিধি হয়েও গাছ কাটার মামলাসহ বিভিন্ন মামলার আসামী তিনি হয়েছেন। নিরীহ কোন ব্যক্তি যাতে করে কোন মামলায় আসামী করে হয়রানী না করা হয় এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে নিবিড় তদন্তের দাবী জানান। পৌর আওয়ামীলীগের আহবায়ক জামাল উদ্দিন বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানী বৃদ্ধি পেয়েছে। স¤প্রতি চোরাকারবারী চক্র ভারত থেকে চোরাই পথে বিভিন্ন ব্র্যান্ডের মোটর সাইকেল, পাজারো গাড়ী এনে লোভাছড়া পাথর কোয়ারীতে আসা বলগেট ও লঞ্চের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে। এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবী জানান।
আওয়ামীলীগ নেতা রিংকু চক্রবর্তী বলেন, ঈদকে সামনে রেখে গরু চুরি বন্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়ে বলেন, উপজেলার সার্বিক আইন-শ্ঙ্খৃলা ভাল আছে। কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান বলেন, সর্বনাশী ভারতীয় তীরখেলা কানাইঘাটের সর্বত্র ছড়িয়ে পড়েছে। এতে যুবসমাজ, ছাত্রসমাজ ও শ্রমজীবি মানুষ সর্বসান্ত্ব হচ্ছেন। তা বন্ধে পুলিশ প্রশাসনকে আরো সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানান। জাপা নেতা কিউ এম ফররুখ আহমদ ফারুক জানান, চতুল এলাকায় আগে মদ, গাজা ও অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশের তেমন তৎপরতা ছিল না। কিন্তু বর্তমানে এক্ষেত্রে পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয় থাকায় চতুল এলাকায় মদ, গাজা বন্ধ ও আইন-শৃঙ্খলার উন্নতি ঘটেছে। কানাইঘাট ডিগ্রি কলেজের শিক্ষার্থী শামীম আহমদ বলেন, স¤প্রতি কলেজে ছাত্র রাজনীতির নামে একাধিক সংঘর্ষের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা আতংকিত ও জিম্মি হয়ে পড়েছেন। তিনি কলেজ ক্যাম্পাসে সার্বক্ষণিক পুলিশ মোতায়নের দাবী জানান। এছাড়া ওপেন হাউজ ডে-তে বাল্য বিবাহ, মাদকের অপতৎপরতা বন্ধ, নারী নির্যাতন প্রতিরোধ ও এলাকার সার্বিক আইন-শৃঙ্খলার উন্নয়নে পুলিশকে সহযোগিতা করার জন্য জনপ্রতিনিধি, সমাজসচেতন ব্যক্তিবর্গদের এগিয়ে আসার আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে উত্তর সার্কেলের সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে এনে স¤প্রীতি ও সকলের সহযোগিতার মাধ্যমে আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে পুলিশ প্রশাসনের উদ্যোগে ওপেন হাউজ ডে’র মতো জবাবদিহিমূলক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। এর মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলনের গুরুত্ব দিয়ে থাকে পুলিশ। তিনি অপরাধ নির্মূলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে উলেখ করে বলেন ওপেন হাউজ ডে-তে উত্থাপিত মতামতের আলোকে পুলিশের পক্ষ থেকে আরো জোরালো পদক্ষেপ নেয়া হবে।
কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
Sunday, August 24, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment