আমাদের সিলেট ডটকম : মাওলানা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ রোববার সারা দেশে সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।
গতকাল শনিবার বেলা তিনটায় রাজধানীর ফকিরেরপুলের কালভার্ট সড়কে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম চিশতী এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, বন্যাদুর্গত এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে সকাল-সন্ধ্যা হরতালের পূর্বঘোষিত কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মতিন) হরতালে সমর্থন জানিয়েছে। নুরুল ইসলাম ফারুকী ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলমী ফ্রন্টের কেন্দ্রীয় অর্থসচিব এম এ মতিন, সহ-অর্থসচিব আবদুল হাকিম, ইসলমী ছাত্রসেনার যুগ্ম সাধারণ সম্পাদক এম জে সিদ্দিকী প্রমুখ।
বুধবার রাতে পূর্ব রাজাবাজারের বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
ফারুকী সুন্নি মতাবলম্বী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপনাও করতেন তিনি।
হত্যাকাণ্ডের পর বিক্ষোভ মিছিল-সমাবেশ থেকে শনিবারের মধ্যে খুনি গ্রেপ্তার না হলে রোববার হরতালের হুমকি দিয়েছিল ছাত্র সেনা।
ফারুকী হত্যার প্রতিবাদে আজ আধা বেলা হরতাল
Saturday, August 30, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment