আমাদের সিলেট ডটকম: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী সফল ও শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে বিশেষ অবদানের জন্য এবার ‘নেলমন ম্যান্ডেলা পদক-২০১৪’ পেয়েছেন।
গত শনিবার ঢাকাস্থ বাংলাদেশ পাবলিক লাইব্রেরীর ‘শওকত উসমান হল’ এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই পদক প্রদান করা হয়েছে।
সফল ও শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে এবং সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকীকে পদক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ।
সাবেক ডিআইজি (এসবি) মুক্তিযোদ্ধা আনোয়ার হুসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়াল্ড ইউনির্ভাসিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভাষা সৈনিক লায়ন এম. সামছুল হুদা, রাজুকের নির্বাহী ম্যাজেস্ট্রেট মো. রুকনদ্দৌলা, পটুওয়াখালী জেলা পরিষদের প্রশাষক অ্যাডভোকেট শুভাষ চন্দ্র বসু, সিলেট জেলা পরিষদের প্রশাষক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
উল্লেখ্য, চেয়ারম্যান নিজাম সিদ্দিকী ইতিপূর্বে চলতি বছরের ১৩ মার্চ ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস মনোনিত ‘স্বাধীনতা দিবস’ উপলক্ষে স্বর্ণপদক ও ৩ এপ্রিল ‘স্বাধীন বাংলা সংসদ’ কর্তৃক ‘জেনারেল ওসমানী স্বর্ণপদক-২০১৪’ পেয়েছেন।
‘নেলসন ম্যান্ডেলা’ পদক পেলেন চেয়ারম্যান নিজাম সিদ্দিকী
Wednesday, August 27, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment