নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মো. মুহিবুর রহমান বলেছেন, অনলাইন নিউজ পোর্টালের পাঠক বিশ্বজুড়ে। তাই বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে আরো বেশি করে উপস্থাপনের ক্ষেত্রে অনলাইন সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবদান রাখতে পারে।
সাংবাদিকতা উন্নয়ন কেন্দ্র-সিআইপির অনলাইন সাংবাদিকতা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক মো. মুহিবুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজ, দেশ ও জাতিকে দিকনির্দেশনা দেন। তাই সাংবাদিকতার মতো মহান পেশাকে যাতে কেউ কলুষিত করতে না পারে সেদিকে সবাইকে কড়া নজর রাখতে হবে।
No comments:
Post a Comment