চৌধুরী মুমতাজ আহমদের কৃতজ্ঞতা: ‘সারাজীবনের পথ শেষেও ফুরাবে না এ ঋণ’

Monday, August 25, 2014

দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি সিলেটের সিনিয়র সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদ দুঃসময়ে পাশে থাকার জন্য তার সহকর্মী ও সহমর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জামিনে মুক্তি লাভের পর এক বিবৃতিতে তিনি জাতীয় প্রেসক্লাব, সম্পাদক পরিষদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটিসহ সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। বিবৃতিতে তিনি বলেন সাজানো মামলায় আটক হওয়ার পর সাংবাদিক নেতৃবৃন্দসহ দেশের সর্বস্তরের সাংবাদিক আমার প্রতি যে সহমর্মিতা দেখিয়েছেন, সোচ্চার হয়েছেন এজন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। তারা আমাকে ও আমার পরিবারকে যে ঋণের বাঁধনে বেঁধেছেন তার শোধ কোনদিনই হবে না। চৌধুরী মুমতাজ বলেন, আমার পাশে থেকে সিলেটে আমার সহকর্মীরা যে সাহস যুগিয়েছেন সে ঋণ সারাজীবনের পথ শেষেও ফুরাবে না। তাদের এ ভালোবাসা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। তিনি বলেন সাংবাদিক হিসেবেও এটি আমার সবচেয়ে বড় পাওয়া।

চৌধুরী মুমতাজ তার দুঃসময়ে পাশে থাকার জন্য সিলেট জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশে থেকে সাহস যোগানোর জন্য সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জসহ দেশের সকল প্রান্তের সাংবাদিকদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। তিনি তার এলাকার বাসিন্দাসহ সিলেটের মানুষের প্রতি তার গভীর কৃতজ্ঞতা।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License