আমাদের সিলেট ডটকম:
বুধবার সকাল ১১টার দিকে সিলেট নগরীর পাঠানটুলা থেকে ইলেকট্রিক মিস্ত্রি সৈয়দ আমজাদুল হক (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত আমজাদুল হক নোয়াখালী জেলার সেনবাগ থানার সৈয়দ মুজিবুল হকের ছেলে। পাঠানটুলাস্থ আহাদ ভিলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই বাসায় ভাড়া থাকতেন।
জানা গেছে, নগরীর পাঠানটুলারস্থ আহাদ ভিলার দ্বিতীয় তলায় একটি কোচিং সেন্টারের পাশের একটি রুমে আমজাদুল থাকত। বুধবার সকাল ৯টায় শিক্ষার্থীরা কোচিং সেন্টারে পড়তে এসে আমজাদুলের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কোতোয়ালি পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আমজাদুল আত্মহত্যা করেছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে, বুধবার সকাল ১০টার দিকে মৌলভীবাজার শহরের ফরেস্ট রোড এলাকায় স্থানীয় বিধান সরকারের ছেলে নির্মাণ শ্রমিক রমা কান্ত সরকারের (২৬) যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি উদ্ধার করা হয়।
মৌলভীবাজার থানাপুলিশ জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে রমা তার নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে তার কোনো সাড়াশব্দ পাননি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। খবর পেয়ে মৌলভীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।এটা হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানায়।
সিলেট নগরী ও মৌলভীবাজারে যুবকের লাশ উদ্ধার
Wednesday, August 27, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment