আমাদের সিলেট ডটকম:
শুক্রবার বেলা ১১টায় সিলেট শহরতলির খাদিমনগর চা বাগানে ইয়াং স্টার সমাজ কল্যাণ সংস্থা ও কৃষক সংগ্রাম সমিতি নামক দুটি সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাসুকুর রহমান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত ও কয়েকটি বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটে।
খরব পেয়ে তৎক্ষণাৎ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড শর্টগানের গুলি ছুড়েছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিলেট বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান এ বিষয়ে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দেওয়াইর বহর গ্রামের রাস্তায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুই পক্ষের ১০ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া সংঘর্ষে ব্যবহৃত কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রহমত উলাহর নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে।
আধিপত্য বিস্তার: সিলেট শহরতলিতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ \ আহত অর্ধশতাতিক
Friday, August 29, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment